সোমবার (০২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার শিমুলতলা এলাকায় অস্থিত ‘নাবা নিট কম্পোজিট লিমিটেড’ ও জামগড়ায় অবস্থিত ‘ইএসকেই ক্লোথিকং লিমিটেড’ নামে দুটি পোশাক কারখানায় এ কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, বৃহস্পতিবার (২৯ আগস্ট) কৌশলে ‘পিসি কমিটি’র সদস্যসহ ৩০ জন শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ।
‘নাবা নিট কম্পোজিট লিমিটেড’র সুইং অপারেটর সপ্না আক্তার বাংলানিউজকে বলেন, কয়েক মাস ধরে বিভিন্ন সময় আমাদের অনেক শ্রমিক ছাঁটাই করা হয়েছে। যেখানে ‘পিসি কমিটির’ লোকজনকে ছাঁটাই করা হয়েছে সেখানে আমাদের কী নিশ্চয়তা আছে। তাছাড়া তাদের ছাঁটাইয়ের পরপর আমাদের কারখানার নিয়ম কানুনে অনেক পরির্বতন করছে।
এসময় তিনি ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের জোর দাবি জানান।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) আদম বাংলানিউজকে বলেন, আমাদের কারখানায় আমরা কাজের অর্ডার পাচ্ছি না। কারখানায় কাজ নাই বললেই চলে, সে কারণেই ছাঁটাইকৃতরা মোবাইলে বাজিতে গেম খেলে। এ কারণে ৩০ জনকে ছাঁটাই করা হয় ও কারখানায় মোবাইল নিষিদ্ধ করা হয়। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। আশা করি তারা দ্রুত কাজে যোগদান করবে।
এদিকে, ২৯ আগস্ট আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ‘ইএসকেই ক্লোথিকং লিমিটেড’ ৩০ জন শ্রমিককে ছাঁটাই করে। এর প্রতিবাদে রোববার (০১ সেপ্টেম্বর) কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ করলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সংর্ঘষে চার নারী আহত হন। সেই সংঘর্ষের প্রতিবাদে আজও কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের (বিটিজিডব্লিউএল) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সরোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ‘ইএসকেই ক্লোথিকং লিমিটেড’র শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে। আজ ‘নাবা নিট কম্পোজিট লিমিটেড’ এ অসন্তোষ শুরু হয়েছে। শ্রমিক প্রতিনিধি হিসেবে কারখানা দুটিতে আমি সব সময় খোঁজ খবর রাখছি। এ বিষয়ে প্রশাসন ও দুটি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি, তারা খুব তাড়াতাড়ি বিষয়গুলো সমাধান করবেন।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) সানা সামিনুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা দুটি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। অচিরেই কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এনটি