এসময় অপহরণ মামলার মূল আসামি জয় খানকে (২৩) গ্রেফতার করা হয়েছে। জয় ময়মনসিংহ জেলার হালুয়া ঘাট থানার ভাট্টা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধারকৃত অপহৃত ছাত্রী ও আসামিকে ময়মনসিংহের কোতোয়ালী থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সকালে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামখানা ইউনিয়নের আসকর নগর এলাকার দুলু মিয়ার বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, গত ২৫ আগস্ট কলেজ যাওয়ার পথে জুলিয়াকে অপহরণ করা হয়। ওইদিনই হালুয়া ঘাট থানায় তার বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরীতে অপহৃত কলেজছাত্রী থাকার বিষয়টি নিশ্চিত হয়। হালুয়া ঘাট থানা পুলিশসহ তার পরিবারের সদস্যরা নাগেশ্বরী থানা পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অপহৃত ছাত্রী ও আসামিকে ময়মনসিংহের তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এফইএস/আরবি/