সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুন্সিনগর গ্রামের মৃত শাজাহান আলীর স্ত্রী বুলবুলি বেগম (৫৫) ও একই জেলার ভেড়ামারা উপজেলার জিগি কলোনি ষোলদাগ হাসপাতালপাড়া এলাকার মুরাদ আলীর স্ত্রী পারুল বেগম (৫৪)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদে দুপুরে কাজীপুর গোলামবাজার এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ ওই দুই নারীকে আটক করা হয়। তারা পার্শ্ববর্তী ভারত থেকে সীমান্ত পেরিয়ে কাজীপুর হয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।
আটক দুই নারীর নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে দু’জনকেই মেহেরপুর কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসআরএস