ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

স্পর্শকাতর খবর পরিবেশনে সতর্কতার আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
স্পর্শকাতর খবর পরিবেশনে সতর্কতার আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো

ঢাকা: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে প্রকাশিত খবরকে বিভ্রান্তিকর ও অনভিপ্রেত বলে জানিয়েছে তারা।

বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বিভ্রান্তিকর ও অনভিপ্রেত সংবাদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় চলমান বিভিন্ন প্রশাসনিক তদন্ত যথাযথ সরকারি বিধি, আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আসছে। তদন্ত কাজগুলো যথাযথ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রশাসনিক মান বজায় রেখে সুচারুভাবে সম্পন্ন করা হচ্ছে।  

‘উপরন্তু বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। তাই তদন্তাধীন বা বিচারিক স্পর্শকাতর কোনো বিষয়ের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমের অধিকতর সতর্ক অবলম্বন করা উচিত বলে মনে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন স্পর্শকাতর তদন্তাধীন বিচারিক বিষয়ে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অসত্য মন্তব্য করার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।