বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বিভ্রান্তিকর ও অনভিপ্রেত সংবাদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।
‘উপরন্তু বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। তাই তদন্তাধীন বা বিচারিক স্পর্শকাতর কোনো বিষয়ের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমের অধিকতর সতর্ক অবলম্বন করা উচিত বলে মনে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন স্পর্শকাতর তদন্তাধীন বিচারিক বিষয়ে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অসত্য মন্তব্য করার সুযোগ নেই।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
টিআর/এএ