বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় সুজন দেওয়ানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।
নিহত শারমিন আক্তার বরিশাল জেলার বানাড়ীপাড়া থানার খেজুরবাড়ি গ্রামের রুহুল আমিনের মেয়ে। তিনি গত চারদিন আগে কাঠগড়া এলাকায় স্বামী রফিকুলের কাছে আসেন। শারমিন ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রামকৃষ্ণ দাস বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।
তিনি বলেন, পারিবারিক কলহের জেরে শারমিন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে বলা যাবে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমআরএ/এসএইচ