ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

প্রতিশোধ নিতে দুই বন্ধু মিলে আরেক বন্ধুকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
প্রতিশোধ নিতে দুই বন্ধু মিলে আরেক বন্ধুকে হত্যা

দিনাজপুর: মাদক মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর প্রতিশোধ নিতে দুই বন্ধু মিলে মাদকদ্রব্য খাইয়ে হত্যা করেছে ঝাটকি ইমরান (২৫) নামে এক যুবককে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর বাঙ্গালপাড়া গ্রামে।

ঝাটকি ইমরান (২৫) সৈয়দপুর শহরের হাওয়ালদার পাড়ার টেনিয়ার ছেলে।

এ ঘটনায় দুই বন্ধু আকবর (১৮) ও সুমনকে (২০) আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে আকবর তার নানার বাড়ি উত্তর বাঙ্গালপাড়ায় বন্ধু সুমন ও ইমরানকে নিয়ে বেড়াতে আসে। এরপর তারা নানার বাড়ির পাশে বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফাঁকা ফসলের মাঠে মাদকসেবন করছিল। এমন সময় ইমরান কিছুটা মাদকমগ্ন হয়ে পড়লে আকবর ও সুমন তার ওপর হঠাৎ করেই চড়াও হয় এবং ধারালো চাকু দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। এসময় ফসলের ক্ষেতের পাশ দিয়ে যাওয়া রাস্তার কয়েকজন পথচারী ইমরানের আত্মচিৎকার শুনে এগিয়ে যায় এবং আকবর ও সুমনকে আটক করে বেঁধে রাখে।  
বিষয়টি চিরিরবন্দর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইমরানের মরদেহ উদ্ধার ও বেঁধে রাখা ২ বন্ধুকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক ২ বন্ধুর বাড়ি নীলফামারির সৈয়দপুর শহরে। এর মধ্যে আকবর হাতিখানা মহল্লার সৈয়দ আলীর ছেলে এবং সুমন পার্শ্ববর্তী নয়াবাজার মহল্লার কাল্লু বাবুর্চির ছেলে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহত ইমরানের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যার দায়ে ২ অভিযোগে আটক করা হয়েছে। হত্যাকাণ্ড তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।