ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে নারী উন্নয়নে বাংলাদেশ এগিয়ে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে নারী উন্নয়নে বাংলাদেশ এগিয়ে বক্তব্য রাখছেন সালমান এফ রহমান। ছবি: বাংলানিউজ

নবাবগঞ্জ (ঢাকা): প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও উন্নয়ন বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান (এমপি) বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে নারী উন্নয়নে বাংলাদেশ এগিয়ে রয়েছে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে নারী শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এফ রহমান বলেন, জাতীয় সংসদের স্পিকার, শিক্ষামন্ত্রী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রতিটা দপ্তরে নারীরা পুরুষদের পাশাপাশি এক সঙ্গে কাজ করার ফলে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে।

এসব অবদান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।  

এছাড়া জেএসসি, এসএসসি, এইচএসসিসহ সব পরীক্ষায় মেয়েদেরই ভালো ফলাফল করেতে দেখা যায়।  

 নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে প্রশাসন আয়োজিত স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন এলজিএসপি প্রজেক্ট-৩ এর অর্থায়নে উপজেলার ১৪টি ইউনিয়নে ৭০ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে প্রজেক্টর ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে চল্লিশ হাজার টাকা করে ১৩ জন বেকার যুবক ও যুবমহিলাদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন এমপি।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল প্রমুখ।

অনুষ্ঠান শেষ করে এমপি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করেন।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪ ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।