একই সঙ্গে তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত এ রায় বহাল থাকবে এবং তারা কোনো ধরনের সম্পত্তির হস্তান্তর করতে পারবে না।
বুধবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজ্ঞ আদালত এ আদেশ দেন।
এর আগে, সোমবার, মঙ্গলবার ও বুধবার নোয়াখালী সিনিয়র স্পেশাল জজ আদালত তিন দিন ধরে এর শুনানি শোনেন।
জেলা দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বিষয়টি এখন পর্যন্ত আমাদের দিকে আছে। আশা করছি তদন্ত শেষে রাষ্ট্রপক্ষ রায় পাবে।
জানা যায়, নোয়াখালী জেলা দুদক কর্মকর্তা সুবেল আহমেদ জেলা জজ আদালতের নাজির মোহাম্মদ আলমগীর এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার নাজমুন্নাহারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে মামলা দায়ের করেন। এ মামলায় নাজির মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার দেখায় দুদক। পরে আদালত থেকে তিনি জামিন পান। পেশকার নাজমুন্নাহার উচ্চ আদালত থেকে জামিন নেন। একই সঙ্গে আদালত তাদের শুনানি অব্যাহত রাখে।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
আরএ