ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

আইইউবিএটি’র নতুন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
আইইউবিএটি’র নতুন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব  আইইউবিএটি’র নতুন শিক্ষার্থীদের পরিচিতি পর্বে শিক্ষার্থীরা

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ফল-২০১৯ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়েছে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) আইইউবিটির ক্যাম্পাসের অডিটোরিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটি'র মিশন, ভিশন, একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব অ্যাক্টিভিটিস ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।


 
আইইউবিএটি'র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, বিজনেসের ডিন প্রফেসর ড. খায়ের জাহান সোগরা, রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমান এবং বিভিন্ন ডিপার্টমেন্ট, চেয়ার, কো-অর্ডিনেটরসহ অন্যান্য অধ্যাপক।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।