ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় শিশুকে গলাকাটার চেষ্টাকালে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
ফতুল্লায় শিশুকে গলাকাটার চেষ্টাকালে যুবক আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আলিফ (৬) নামে এক শিশুকে গলাকাটার চেষ্টাকালে আমির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ফতুল্লার পশ্চিম ভুইগড় এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পশ্চিম ভুইগড় এলাকার শাহীন মিয়ার শিশু ছেলে আলিফ রাত সাড়ে ৮টায় বাড়ির পাশে নানা শহীদুল্লাহর বাড়িতে যাওয়ার সময় আমির হোসেন নামে এক যুবক তাকে আটক করে।

এসময় শিশুটিকে জোর করে আমির তার পরনের কোট দিয়ে পেঁচিয়ে ফেলে। এরপর শিশুটিকে মাটিতে ফেলে বুকে পা রেখে ধারালো ছুরি দিয়ে গলাকাটার চেষ্টা করে। তখন শিশুটির চাচি সেলিনা ওই পথ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা দেখে চিৎকার করে। এতে আশপাশের লোকজন ছুটে এসে আমিরকে ধরে গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে আমিরকে আটক করে এবং আলিফকে তার বাবা মায়ের কাছে রেখে আসে। আটক আমির তার পরিচয় একেক সময় একেক বলছে। তার আসল পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।