ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

কসবায় ১৮ চাইনিজ কুড়ালসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
কসবায় ১৮ চাইনিজ কুড়ালসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদর থেকে ১৮টি চাইনিজ কুড়ালসহ আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আলমগীর উপজেলা সদরের কৃষ্ণপুর এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে পুরাতন বাজারে আনন্দ গ্লাস হাউজ নামে একটি দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় দোকানের ভেতরে লুকিয়ে রাখা ১৮টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। এ ঘটনায় দোকান মালিক আলমগীরকে আটক করা হয়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।