ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে ট্রা‌কের ধাক্কায় সিআই‌ডি কর্মকর্তা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
গাজীপু‌রে ট্রা‌কের ধাক্কায় সিআই‌ডি কর্মকর্তা নিহত

গাজীপুর: গাজীপু‌র সি‌টি কর‌পো‌রেশ‌নের পূবাইল থানাধীন উলু‌খোলা ব্রি‌জের ওপর ট্রা‌কের ধাক্কায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা নিহত হ‌য়ে‌ছেন।

বুধবার (০৪ সে‌প্টেম্বর) রাত সা‌ড়ে ৯টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

‌নিহত ওই ব্যক্তির নাম মোশারফ হো‌সেন ভূঁইয়া (৪৯)।

তি‌নি নারায়ণগ‌ঞ্জের আড়াইহাজার থানার বড় ম‌নোহরদী এলাকার মকবুল-উর রহমা‌নের ছে‌লে। তি‌নি গাজীপুর জেলা সিআই‌ডির ইন্স‌পেক্টর হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (‌জিএম‌পি) পূবাইল থানার সহকারী উপ-প‌রিদর্শক (এএসআই) সো‌হেল রানা বাংলানিউজকে বলেন, কর্মস্থল গাজীপুর থে‌কে মোটরসাই‌কেল‌যো‌গে নারায়ণগ‌ঞ্জের দি‌কে যা‌চ্ছিলেন মোশারফ হো‌সেন। এসময় ঢাকা-চট্টগ্রাম বাইপাস সড়‌কের পূবাইল থানাধীন উলু‌খোলা ব্রি‌জের ওপর পৌঁছা‌লে এক‌টি ট্রা‌কের সঙ্গে তার মোটরসাই‌কে‌লের ধাক্কা লা‌গে। এ‌তে তি‌নি মোটরসাই‌কেল থে‌কে ছিট‌কে প‌ড়ে গুরুতর আহত হন।  

‘খবর পে‌য়ে পু‌লিশ তা‌কে গুরুতর আহতাবস্থায় উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতাল নি‌য়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চি‌কিৎসক মোশারফ হো‌সেনকে মৃত ঘোষণা ক‌রেন। আইনি প্র‌ক্রিয়া শে‌ষে মোশারফের মর‌দেহ তার প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। ’

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৫, ২০১৯
আরএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।