বুধবার (০৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মোশারফ হোসেন ভূঁইয়া (৪৯)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা বাংলানিউজকে বলেন, কর্মস্থল গাজীপুর থেকে মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলেন মোশারফ হোসেন। এসময় ঢাকা-চট্টগ্রাম বাইপাস সড়কের পূবাইল থানাধীন উলুখোলা ব্রিজের ওপর পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
‘খবর পেয়ে পুলিশ তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মোশারফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
আরএস/এসএ