ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৭তম সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৭তম সভা

ঢাকা: জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টায় রাজধানীর বনানীস্থ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়। যা এখনও চলছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় উপস্থিত রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, পরিবহন মালিক নেতা ও সংসদ সদস্য মশিউর রহমান রাঙা, পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, রেলসচিব মোফাজ্জেল হোসেন, বিআরটিএ চেয়ারম্যান মতিয়ার রহমান ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।  

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ মালিক ও পরিবহন শ্রমিক প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
টিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।