‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ স্লোগানে দেশের সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তায় পরিণত করার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ নামে একটি প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এ প্রকল্পের আওতায় প্রথম ব্যাচে ২৫ জন প্রশিক্ষণার্থী নিয়ে পটুয়াখালী শহরের সদর রোডে খন্দকার টাওয়ারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
প্রতিমাসে একটি ব্যাচে ২৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। ১৫ মাসে পটুয়াখালী থেকে ৩৭৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে ব্যবসার ধরণ অনুযায়ী তাদের ঋণ নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও পরামর্শ দেওয়া হবে।
পটুয়াখালীতে এ প্রকল্পের কার্যক্রম মনিটরিং করছেন জেলা প্রশাসন। এছাড়াও প্রশিক্ষণার্থী সংগ্রহে প্রচার-প্রচারণায় সহযোগিতা করছে স্থানীয় সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এ প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে দেশের ৬৪ জেলায় ২৪ হাজার তরণকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোক্তা হতে আগ্রহী তরুণরা অনলাইনের মাধ্যমে www.esdp.gov.bd বা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরাসরি প্রকল্প অফিসে রেজিস্ট্রেশন করতে পারবেন। জেলা প্রশিক্ষকের ০১৭১১১৪১২৪২ এই মোবাইল নম্বরেও ফোন করলেও বিস্তারিত জানা যাবে।
এ কর্মসূচির মাধ্যমে নিবন্ধিতদের বিনামূল্যে ১৫ মাসব্যাপী ‘উদ্যোক্তা সৃষ্টি দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হবে। একজন তরুণ প্রশিক্ষণ পাবেন এক মাস।
প্রকল্পের পটুয়াখালী জেলা কার্যালয়ের প্রশিক্ষক মনিরুজ্জামান তুফান বাংলানিউজকে জানান, যারা উদ্যোক্তা হতে চায়, বিডা তাদের সহযোগিতা করবে। আর সরকার তাদের ঋণ দেবে। এ কার্যক্রমে প্রথম ধাপে দেড় কোটি ও ২০৩০ সালের মধ্যে আরও দেড় কোটিসহ মোট তিন কোটি তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও এবার বাজেটে তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ভবিষ্যতে আরও বরাদ্দ দেবে সরকার।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এনটি