বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন- বরিশাল শহরের পলাশপুর বৌ বাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিন এবং আমানতগঞ্জ এলাকার বাসিন্দা ও ইজিবাইকচালক আক্কাস হোসেন।
আমানতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সবুর খান বাংলানিউজকে জানান, পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন যেকোনো একটি পরিবহনে ঢাকা থেকে শহরের নথুল্লাবাদে নিয়ে আসা হয়। সেখান থেকে একটি ইজিবাইকে করে ওই পলিথিন শহরের নতুন বাজার এলাকায় পাঠানো হয়। নতুন বাজারে পৌঁছালে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন ও তার সঙ্গে থাকা শিপন নামে এক ব্যক্তি পলিথিনবোঝাই ইজিবাইকটি আমানতগঞ্জ এলাকায় নিয়ে আসে।
তিনি আরও জানান, খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ নেতাসহ দু’জনকে আটক করলেও শিপন পালিয়ে যান।
এসআই সবুর বলেন, পলিথিনের মালিকানা দাবি করে এখনো কেউ আমাদের কাছে আসেনি। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই করে এ ঘটনায় মামলা দায়ের করা হবে। আপাতত আটকদের পলিথিনসহ কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এমএস/আরবি/