বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুঘটনা ঘটে।
ফারহানাজ এক সন্তানের জননী।
নিহতের স্বজনদের বরাত দিয়ে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাংলানিউজকে জানান, নিহত নারী মহাখালী আমতলী এলাকায় গ্লোবাল নামে একটি কোম্পানিতে চাকরি করতেন। সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মহাখালী আমতলীর পশ্চিম পাশে ফ্লাইওভারের ঢালে রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে যায়।
এছাড়া এ ঘটনা আরও একজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নামপরিচয় জানা যায়নি। তবে তিনি ভালো আছেন বলে জানা গেছে-যোগ করেন এসআই আফজাল হোসেন।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এজেডএস/ওএইচ/