বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করেন অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
সহকারী পরিচালক বাংলানিউজকে জানান, মূল্য তালিকা না রাখা, প্রসাধনীর গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, ঝুঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে উপজেলার ভৈরবগঞ্জ বাজারের লুতফিয়া স্টোরকে এক হাজার, খান মার্কেটের এমসি স্টোরকে এক হাজার, মৌলভীবাজার-শ্রীমঙ্গল রোডের মা এন্টারপ্রাইজকে দুই হাজারসহ মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসআরএস