ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু এডিস মশা, ফাইল ফটো

খুলনা: খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত শ্রাবন্তী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শ্রাবন্তীর যশোর জেলার বাঘার পাড়ার রামচন্দ্রপুরের মো. সোহাগের মেয়ে। গত ৩১ আগস্ট সন্ধ্যায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয় শ্রাবন্তীকে। সে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলো।

এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।