বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে ঝালকাঠির গাবখান সেতু এলাকা, ডিসি পার্ক, মিনি পার্কসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
একই সময় ঝালকাঠি পৌর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে গাড়ি তল্লাশিও করা হয়।
অভিযানে আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান-পিপিএম (বার), জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ ইকবাল বাহার খান।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সন্ধ্যার পর যেসব শিক্ষার্থী চায়ের দোকান, পার্কসহ শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে, তাদের বুঝিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছি।
লেখাপড়ায় ফাঁকি দিয়ে আড্ডার ফলে যুবসমাজ যাতে ধ্বংসের পথে পা বাড়ায় সে লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এর আগে, গত ৫ আগস্ট রাতে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আড্ডারত শিক্ষার্থীদের বাড়ি ফেরত পাঠান পুলিশ সুপার। এ উদ্যোগে শহরটিতে রাতে শিক্ষার্থীদের আড্ডা অনেকাংশে কমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এমএস/একে