ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ আটক চার মাদক ব্যবসায়ী, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। 

আটকরা হলেন- নাজিরপাড়ার গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. খোরশেদ (২৭), করাচি পাড়ার মৃত মো. জায়েদ হোসেনের ছেলে মো. জায়েদ উল্লাহ (২২), ডেগিল্লাহ বিলের মো. আয়ুবের ছেলে মো. জোবায়ের (৩০) ও একই এলাকার মৃত সালামের ছেলে মো. হারুনুর রশিদ (২০)।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সাবরাংয়ের ভাঙা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দুপুর দুইটা দিকে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. বিএন হায়াত ইবনে সিদ্দিকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় ৩০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।