আটকরা হলেন- নাজিরপাড়ার গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. খোরশেদ (২৭), করাচি পাড়ার মৃত মো. জায়েদ হোসেনের ছেলে মো. জায়েদ উল্লাহ (২২), ডেগিল্লাহ বিলের মো. আয়ুবের ছেলে মো. জোবায়ের (৩০) ও একই এলাকার মৃত সালামের ছেলে মো. হারুনুর রশিদ (২০)।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সাবরাংয়ের ভাঙা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় ৩০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসবি/ওএইচ/