ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

আশুরায় মসজিদ-মাজারকেন্দ্রিক নিরাপত্তা থাকবে সিলেটে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
আশুরায় মসজিদ-মাজারকেন্দ্রিক নিরাপত্তা থাকবে সিলেটে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অতিথিরা। ছবি: বাংলানিউজ

সিলেট: পবিত্র আশুরায় সিলেটে মসজিদ ও মাজারকেন্দ্রিক নিরাপত্তা দেবে পুলিশ। এ জন্য সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

তিনি বলেন, কেবল আশুরা নয়, সব সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পোশাকে-সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হবে।

শান্তিপূর্ণভাবে আশুরা পালনে কমিটির নেতারাসহ সবার সহযোগিতা চান পুলিশ সুপার।

সভা আরও উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলম, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমানসহ পদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এনইউ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।