বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
তিনি বলেন, কেবল আশুরা নয়, সব সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
শান্তিপূর্ণভাবে আশুরা পালনে কমিটির নেতারাসহ সবার সহযোগিতা চান পুলিশ সুপার।
সভা আরও উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলম, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমানসহ পদস্থ কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এনইউ/একে