বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তুরাগ ইস্ট ওয়েস্ট হাসপাতালের সামনে এক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইস্ট ওয়েস্ট হাসপাতালের সামনে থেকে বাসে ওঠার সময় অপরদিক থেকে আরেকটি বাস এসে তাকে চাপা দেয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোক্তাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালের দিকে ওই জায়গায় তিনি দুর্ঘটনায় আহত হন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপর ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি মোক্তাকিম।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসএইচ