ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

তুরাগে বাসচাপায় সংগীত পরিচালক পারভেজ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
তুরাগে বাসচাপায় সংগীত পরিচালক পারভেজ নিহত

ঢাকা: রাজধানীর তুরাগে সড়ক দুর্ঘটনায় সংগীত পরিচালক পারভেজ রব (৫৬) নিহত হয়েছেন। তিনি কণ্ঠশিল্পী আপেল মাহমুদের ছোট ভাই।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তুরাগ ইস্ট ওয়েস্ট হাসপাতালের সামনে এক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইস্ট ওয়েস্ট হাসপাতালের সামনে থেকে বাসে ওঠার সময় অপরদিক থেকে আরেকটি বাস এসে তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পঙ্গু হাসপাতাল এবং পরে শহীদ  সোহরাওয়র্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোক্তাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালের দিকে ওই জায়গায় তিনি দুর্ঘটনায় আহত হন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপর ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি মোক্তাকিম।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।