বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে জামসা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি চায়না পিস্তলসহ আটক করা হয়।
ডিবির পরিদর্শক একেএম শাহীন মন্ডল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হোসাইন মুহাম্মদ রায়হানসহ ডিবির একটি দল জামসা এলাকার শাহীন নামে এক সন্ত্রাসীর বাড়িতে অভিযান চালায়।
এ বিষয়ে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বাংলানিউজকে বলেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। নিয়মানুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসএইচ