ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সিংগাইরে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
সিংগাইরে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে (৪৫) অস্ত্রসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। 

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে জামসা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি চায়না পিস্তলসহ আটক করা হয়।

ডিবির পরিদর্শক একেএম শাহীন মন্ডল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হোসাইন মুহাম্মদ রায়হানসহ ডিবির একটি দল জামসা এলাকার শাহীন নামে এক সন্ত্রাসীর বাড়িতে অভিযান চালায়।

এসময় ঘটনাস্থল থেকে একটি চাইনিজ পিস্তলসহ যুবলীগ নেতা সাদ্দাম হোসেনকে আটক করা হয়। আটক সাদ্দামের বিরুদ্ধে মাদক ও অস্ত্র বেচাকেনার অভিযোগ রয়েছে এবং ঘটনাস্থল থেকে শাহীন নামে আরো এক সন্ত্রাসী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন।

এ বিষয়ে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বাংলানিউজকে বলেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। নিয়মানুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।