বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্বাচল উপ-শহরের এক নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, দুপুরে ভোলানাথপুর এলাকার কাশফুলের একটি ঝোঁপে ওই তরুণীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশের ধারণা, বুধবার (৪ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই তরুণীকে গলাকেটে হত্যার পর মরদেহ কাশফুলের একটি ঝোঁপে ফেলে রেখে গেছে। ওই তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
আরবি/