বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি দুলাল হোসেন সদর উপজেলার খাজানগর আদর্শপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৬ মে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল আসামি দুলাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। তখন তার কাছ থেকে ৭ হাজার ৮০০ পিচ অ্যাম্ফিটামিন যুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। পরে কুষ্টিয়া মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। আসামির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ওই বছরের ৩০ আগস্ট অভিযোগ পত্র আদালতে জমা দেয় পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুষ্টিয়া জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এএসএম আসাদুজ্জামান মামুন জানান, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামি দুলাল হোসেনকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এনটি