খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পানছড়ির দক্ষিণ লতিবান এলাকায় এ ঘটনা ঘটে।
এরা হলেন- দক্ষিণ লতিবান এলাকার প্রমোদ বিকাশ চাকমা (৬৫) ও তার ছেলে কেশনাথ চাকমা (৪৩)।
জানা যায়, বিকেলে বাবা-ছেলে হাঁসের ঘর বানানোর জন্য নিজেদের একটি পুকুরে নামে।
এসময় সেখানে আগে থেকে টানানো বৈদ্যুতিক একটি তার ছিঁড়ে পুকুরে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এডি/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।