নিহত নজরুল ইসলাম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কলেজরোড এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর সিনহা টেক্সটাইল মিলে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে নজরুল ইসলাম ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ হোসেন ভূঁইয়া বাংলানিউজকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
ওএইচ/