বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকা থেকে তাজারুলকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকারই বাসিন্দা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে কর্নগোপ, তেতলাব, মাসাবসহ রূপগঞ্জ থানার বিভিন্ন জায়গায় পাইকারি দরে ইয়াবা বিক্রি করে আসছিলেন তাজারুল। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
তাজারুলের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
এমআরপি/এইচজে