ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
রূপগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তাজারুল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকা থেকে তাজারুলকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকারই বাসিন্দা।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে কর্নগোপ, তেতলাব, মাসাবসহ রূপগঞ্জ থানার বিভিন্ন জায়গায় পাইকারি দরে ইয়াবা বিক্রি করে আসছিলেন তাজারুল। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।  

তাজারুলের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
এমআরপি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।