ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
বাগাতিপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রামপাড়া গ্রামে ও দুপুর দু’টার দিকে সাইলকোনা গ্রামে পৃথক এ দু’টি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পাঁকা ইউনিয়নের রামপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জুনাইদ (৩) ও ফাগুয়ার দিয়াড় ইউনিয়নের সাইলকোনা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ফাহি ইসলাম (৮)।

 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বাংলানিউজকে জানান, বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলছিলো রামপাড়া গ্রামের জুনাইদ। সবার অগোচরে সে পাশের ডোবায় পড়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

অপরদিকে উপজেলার ফাগুয়ার দিয়াড় ইউনিয়নের সাইলকোনার আশরাফুলের ৮ বছরের ছেলে ফাহি ইসলাম দুপুরে বাড়ির পাশে পকুরে পড়ে যায়। সাঁতরে উঠতে না পেরে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে একই হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে দুই শিশুর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।