বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের নলিনী মণ্ডলের ছেলে নিখিল একই এলাকার তরুণী ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল মন্তব্য করেন।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিখিলকে চিহ্নিত করে গ্রেফতারের পর তার ব্যবহৃত মোবাইল থেকে ভুয়া আইডির সত্যতা পায়।
এছাড়া নিখিল ওই ছাত্রীর বিরুদ্ধে আইডি খুলে আপত্তিকর মন্তব্য পোস্ট করার সত্যতাও স্বীকার করেন।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এমএস/টিএ