বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে শাহ আলম নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই শিক্ষার্থী। স্কুলের কাছেই আনসার কমান্ডার শাহ আলম মোল্লার একটি লন্ড্রি দোকান রয়েছে। সে সময় কথা বলার অজুহাতে শিশুটিকে দোকানের মধ্যে ডেকে নেন শাহ আলম।
পরে মেয়েটিকে দোকানের দোতলায় নিয়ে যৌননিপীড়নের চেষ্টা করেন আনসার কমান্ডার। সে সময় মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ও ওই কমান্ডারকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
বাংলাদেশ সময় : ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এমএস/এইচজে