রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। এ অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে জানা যায়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অধিবেশনটির মেয়াদ সাত কার্যদিবস হতে পারে। রোববার এ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। ওইদিন বিকেল ৪টায় সংসদ ভবনের দ্বিতীয় তলায় কার্য উপদেষ্টা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের এ অধিবেশনে দুই, তিনটি বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও কয়েকটি বিল এ অধিবেশনে উপস্থাপন করা হতে পারে।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের দুই অধিবেশনের মধ্যবর্তী সময় হতে হবে সর্বোচ্চ ৬০ দিন। একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন অর্থাৎ তৃতীয় অধিবেশন গত ১১ জুলাই শেষ হয়।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসকে/আরবি/