ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সমাজ গঠনে ভূমিকা রাখছে বাংলাদেশের গণমাধ্যম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
সমাজ গঠনে ভূমিকা রাখছে বাংলাদেশের গণমাধ্যম

ঢাকা: বাংলাদেশের গণমাধ্যমকে অত্যন্ত প্রাণবন্ত হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ‘অ্যানুয়াল মিডিয়া রিসিপশনে’ তিনি এ মন্তব্য করেন।

রীভা গাঙ্গুলী বলেন, বাংলাদেশের গণমাধ্যম অত্যন্ত কার্যকর এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

গণমাধ্যম কর্মীরাও অত্যন্ত প্রাণবন্ত। বাংলাদেশ ও ভারত, দুই দেশের গণমাধ্যমের মধ্যে অনেক মিল রয়েছে। তারা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন কাজের জন্য ভারত এগিয়ে এসেছে। একই সঙ্গে দু’দেশের মধ্যে প্রায় ৯০টি চুক্তি সম্পন্ন হয়েছে, যা দেশের জনগণের জন্য কর্মক্ষেত্র সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতিও ভারতের যথেষ্ট সম্মান রয়েছে।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের বিভিন্ন পদস্থ কর্মকর্তাসহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে প্রতিবছর ভারতে ভ্রমণ করা ‘হানড্রেড ডেলিগেটস’ এর সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এইচএমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।