ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

‘জাগ্রত তেঁতুলিয়া’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
‘জাগ্রত তেঁতুলিয়া’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়: ‘এসো মিলি তারুণ্যের স্রোতে, সৃষ্টির উল্লাসে’ স্লোগানকে ধারণ করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পালিত হলো তারুণ্যদীপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘জাগ্রত তেঁতুলিয়ার’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের তেঁতুলতলা থেকে একটি র‍্যালি বের হয়ে তা প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তেঁতুলতলার উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলার এক ঝাঁক উচ্ছ্বল তরুণ সব ধরনের অন্যায়, অনিয়ম রুঁখতে ও ভালো ভালো কাজ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে গত বছর গড়ে তুলেছিলো এ সংগঠনটি। প্রতিষ্ঠার প্রথম বার্ষিকীতে তারা শপথ নিলো মাদকমুক্ত সমাজগঠন, চা-শিল্প রক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, নিরাপদ সড়ক বাস্তবায়ন, হেলথ ক্যাম্প, বোমা মেশিন চিরতরে বন্ধসহ ভালো ভালো কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকবে জাগ্রত তেঁতুলিয়া।  

মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক, মডেল থানার ওসি জহুরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহাদত হোসেন রঞ্জু প্রমুখ।  

এ সময় বক্তারা মাদক, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, ড্রেজার, দুর্নীতি ও সন্ত্রাসের মতো সামাজিক অবক্ষয় রোধে জাগ্রত তেঁতুলিয়ার স্বেচ্ছাসেবী তরুণদের ভূয়সী প্রশংসা করে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  

শেষে তেঁতুলতলার উন্মুক্ত মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।