বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কারাগারের সাক্ষাৎকক্ষ থেকে সাদিয়া আক্তার (২০) নামে ওই তরুণীকে আটক করে কারারক্ষীরা। এসময় তার কাছে প্রায় ৪০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
আটক সাদিয়া টাঙ্গাইলের ভূয়াপুর থানা এলাকার মো. রাশেদ মিয়ার স্ত্রী ও বরিশালের মোলাদী থানার দবিরচর এলাকার সাইদুর রহমানের মেয়ে।
কারাগার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সাদিয়ার মা পারভীন মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আছেন। বৃহস্পতিবার বিকেলে মায়ের সঙ্গে দেখা করতে সেখানে যান সাদিয়া। সে সময় কারাগারের সাক্ষাৎকক্ষে তার ব্যাগ তল্লাশি করা হলে প্রায় ৪০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় সাদিয়াকে আটক করে কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জেল সুপার শাহজাহান আহমেদ বাংলানিউজকে জানান, কারাগারের মূল ফটকে কড়া তল্লাশি চালানো হয়। সেখানে ওই তরুণীকেও তল্লাশি করা হয়েছে। তিনি হয়তো কোনো গোপন জায়গায় গাঁজাগুলো লুকিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন। সাক্ষাৎকক্ষে তার আচরণ সন্দেহজনক মনে হলে কারারক্ষীরা আবারও তাকে তল্লাশী করে। সে সময় তার ব্যাগে গাঁজা পাওয়া যায়।
জেলার উম্মে সালমা বলেন, বিশেষ কোনো কৌশলে সবার অগোচরে গাঁজা নিয়ে ভেতরে প্রবেশ করেন সাদিয়া। পরে তাকে আটক করে কোনাবাড়ী থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
আরএস/এইচজে