ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

উখিয়ায় শেডের কার্যালয় থেকে ৫ হাজার দা-ছুরি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
উখিয়ায় শেডের কার্যালয় থেকে ৫ হাজার দা-ছুরি উদ্ধার উদ্ধার হওয়া লোহার ধারালো সরঞ্জাম। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মালভিটা এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা শেড অফিসের গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ধারালো সরঞ্জাম। উদ্ধার করা এসব সরঞ্জামের মধ্যে রয়েছে দা, ছুরি, করাত ও প্লায়ার্স।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফখরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে শেডের কার্যালয়ে এ অভিযান চালানো হয়েছে।

অফিসের গোডউনের মতো একটি কক্ষে প্রায় ২৫টি বস্তা ভর্তি দা, ছুরি, করাত ও প্লায়ার্সসহ প্রায় পাঁচ হাজার লোহার ধারালো সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি জানান, অভিযানকালে শেডের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের পক্ষ থেকে স্থানীয় জনগোষ্ঠীকে বিতরণের জন্য এসব সরঞ্জাম দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম আরও জানান, অভিযানের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।