বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের লক্ষ্মীপুর জান্নাত রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম মিয়া পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর মরজাল গ্রামের মানু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ভৈরব রেলওয়ে সেতু এলাকার কর্মস্থল থেকে মোটরসাইকেলের জন্য পাম্পে জ্বালানি তেল আনতে যান ইব্রাহিম। তেল নিয়ে ফেরার পথে জান্নাত রেস্টুরেন্টের সামনে কিশোরগঞ্জগামী অনন্যা সুপার নামে যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাকে স্থানীয় প্রাইভেট হাসপাতাল আবেদীনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢামেক হাসপাতালে নেওয়ার পথে নরসিংদী এলাকায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এএটি