বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নেত্রকোনা জেলার দশ উপজেলার মধ্যে সদরসহ পাঁচটি সরকারি খাদ্যগুদাম পরিদর্শন করেন তিনি।
গুদামে সরকারের মজুদ করা (চাউল) খাদ্যের গুণগতমান পরীক্ষা ও গুদামগুলোর সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতেই ডিজি গুদাম পরিদর্শন করেন।
ডিজি নাজমানারা জেলার কেন্দুয়া, আটপাড়া, বারহাট্টা উপজেলাসহ সদর ও সদরের ঠাকুরাকোনা ইউনিয়নের খাদ্যগুদাম ঘুরে দেখেন।
এসময় তার সঙ্গে ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া উম্মুল বানিন ও বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এএটি