ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনার পাঁচ খাদ্যগুদাম পরিদর্শনে মহাপরিচালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
নেত্রকোনার পাঁচ খাদ্যগুদাম পরিদর্শনে মহাপরিচালক খাদ্যগুদাম পরিদর্শনে ডিজি নাজমানারা খানুম। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: খাদ্য অধিদপ্ততরের মহাপরিচালক (ডিজি) ড. মোছাম্মৎ নাজমানারা খানুম নেত্রকোনার পাঁচটি খাদ্যগুদাম পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নেত্রকোনা জেলার দশ উপজেলার মধ্যে সদরসহ পাঁচটি সরকারি খাদ্যগুদাম পরিদর্শন করেন তিনি।

গুদামে সরকারের মজুদ করা (চাউল) খাদ্যের গুণগতমান পরীক্ষা ও গুদামগুলোর সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতেই ডিজি গুদাম পরিদর্শন করেন।

ডিজি নাজমানারা জেলার কেন্দুয়া, আটপাড়া, বারহাট্টা উপজেলাসহ সদর ও সদরের ঠাকুরাকোনা ইউনিয়নের খাদ্যগুদাম ঘুরে দেখেন।

এসময় তার সঙ্গে ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া উম্মুল বানিন ও বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।