বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ খান ঝালকাঠি কারাগারের কারারক্ষী ছিলেন।
ঝালকাঠি কারাগারের কারাধ্যক্ষ মো. শফিউল আলম জানান, ছুটি শেষে সুরুজ খান বাড়ি থেকে কর্মস্থলে যোগদানের জন্য নিজের মোটরসাইকেলে করে ঝালকাঠি আসছিলেন। এসময় শহরের সুতালড়ি সেতুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিলে বিকেলে তার মৃত্যু হয়।
ঝালকাঠি থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএস/এএটি