আটক দু’জন হলেন-শহরের খালইষ্ট এলাকার বাসিন্দা লিয়াকত হোসেন (৫০) ও সৌরভ (২৮)। লিয়াকত সদর থানার তালিকাভুক্ত মাদকবিক্রেতা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব-১১ এর সিপিসি-১ এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সামনের সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানে আইসক্রিম ভ্যানের গাড়ির ভেতর থেকে এক লিটারের সাত বোতল বিদেশি মদসহ মাদকবিক্রেতা লিয়াকত ও সৌরভকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এএটি