আটক দু’জন হলেন, তুহিন ডালি ওরফে মঈন হোসেন (৩০) ও সুমন বেপারী (২১)।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) র্যাব-১০ থেকে পাঠান এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ৩টায় র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ১১০ ক্যান বিয়ারসহ তুহিন ডালি ওরফে মঈন হোসেনকে (৩০) আটক করে। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে বিকেল সাড়ে ৫টায় র্যাব-১০ এর আর একটি দল অভিযান চালিয়ে চকবাজার এলাকা থেকে ২শ পিস ইয়াবাসহ সুমন বেপারীকে (২১) আটক করে। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএমআই/এএটি