ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দিনগত রাতে তারেক হোসেন ও তার সহযোগী মারুফ হোসেন নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, চকশ্যাম গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে চাচাতো ভাইয়ের সঙ্গে মাছ ধরতে যায় তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী।

এ সময় বখাটে তারেক তার সহযোগী মারুফকে সঙ্গে নিয়ে পাশের একটি পাটক্ষেতে মেয়েটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে তারা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেয়। রাতেই গ্রামবাসীরা ওই দুই বখাটেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংরাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।