ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে দুইজনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে দুইজনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সাব রেজিস্ট্রার অফিসের একজন নকল নবিস ও একজন দলিল লেখককে ভলিউম টেম্পারিংয়ের অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আটক দুইজন হলেন, পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার শাহজাহান প্রামাণিকের ছেলে শাহরিয়ার আহমেদ শিমুল (২৭) ও কালীনগর ছাবানিয়া গ্রামের মৃত বাসারত আলীর ছেলে আব্দুর রব (২৯)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, জেলা সাব রেজিস্ট্রার অফিসে ভলিউম টেম্পারিং করা হচ্ছে।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনসহ পুলিশের যৌথ টিম সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া যায়। আটক পরে তাদের সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন শিমুলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ও রবকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।