ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যা থেকে সুকানি রাশেদের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
শীতলক্ষ্যা থেকে সুকানি রাশেদের মরদেহ উদ্ধার শীতলক্ষ্যা থেকে সুকানি রাশেদের মরদেহ উদ্ধার। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডাকাত সদস্যের ছুরিকাঘাতে পর নিখোঁজ বাল্কহেডের সুকানি রাশেদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে শীতলক্ষ্যার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বুধবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে ডাকাতের কবলে পড়ে বাল্কহেডটি।

এ সময় ডাকাত সদস্যরা রাশেদকে ছুরিকাঘাত করলে শীতলক্ষ্যায় ডুবে যান আল ওলী বাল্কহেডের সুকানি রাশেদ।

নারায়ণগঞ্জ নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাকিম বাংলানিউজকে জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে ডুবুরিরা নিখোঁজ সুকানির মরদেহ উদ্ধার করেছেন।

ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের স্টেশন অফিসার হাবিব উল্লাহর নেতৃত্বে পাঁচজনের একটি ডুবুরি দল বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর থেকেই নদীতে সুকানি রাশেদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলো। এছাড়াও উদ্ধার কাজে সহযোগিতা করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সবুজ সিকদারসহ অন্যান্য নেতারা।   

ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের স্টেশন অফিসার হাবিব উল্লাহ বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।