শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গুলশান-২ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে গুলশান-বনানী, ক্যান্টনমেন্ট-ভাষানটেক থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এমপি আকবর হোসেন পাঠান বলেন, ডেঙ্গুর মহামারী প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। জনগণ সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ হবেই। তিনি বলেন, ডেঙ্গু মশার প্রজনন বন্ধ করতে নির্ধারিত ডাস্টবিনে ময়লা ফেলতে হবে। বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখুন। তাহলেই ডেঙ্গুর বিস্তার কমবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের খান, গুলশান থানা আ’লীগের সভাপতি হাজী সুলতান, সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
টিএম/এসএইচ