ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন সরকারি কর্মচারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন সরকারি কর্মচারীরা

ঢাকা: আট দফা দাবি বাস্তবায়নের জন্য ৬৪ জেলার জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম। 

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।  

সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহমুদুল হাসান জানান, মূলত ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হবে।

 


বাকি দাবিগুলেঅ হচ্ছে- এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, সকল পদে পদোন্নতি বা পাঁচবছর পরপর উচ্চতর গ্রেড প্রদান ও ব্লকপোস্ট নিয়মিতকরণ, নিম্ন বেতনভোগীদের জন্য ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান ও শতভাগ পেনশন পূর্বের ন্যায় বহাল, সচিবালয়ের ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন এবং কাজের ধরণ ও পদ অনুযায়ী বেতনস্কেল প্রদান উল্লেখযোগ্য।  

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।