শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহমুদুল হাসান জানান, মূলত ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হবে।
বাকি দাবিগুলেঅ হচ্ছে- এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, সকল পদে পদোন্নতি বা পাঁচবছর পরপর উচ্চতর গ্রেড প্রদান ও ব্লকপোস্ট নিয়মিতকরণ, নিম্ন বেতনভোগীদের জন্য ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান ও শতভাগ পেনশন পূর্বের ন্যায় বহাল, সচিবালয়ের ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন এবং কাজের ধরণ ও পদ অনুযায়ী বেতনস্কেল প্রদান উল্লেখযোগ্য।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএএম/এমএ