শুক্রবার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিভিন্ন কার্যক্রম ও প্রকল্পের জমি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম, জেলা প্রশাসক (ডিসি) জসিমউদ্দিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রধান নির্বাহী (সিও) এএফএম এহেতেশামুল হক, বিআইডব্লিউটিএ- এর যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহেশামুল পারভেজ প্রমুখ।
এর আগে, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ ঘাট টার্মিনাল, বন্দর মেরিন একাডেমির পাশে বিআইডব্লিউটির প্রশিক্ষণ কেন্দ্র ডিইপিটিসি, নাসিকের একটি প্রকল্পের জমি পরিদর্শন ও চৌরঙ্গী, খানপুর বরফকল মাঠ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
আরআইএস/