শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ। এছাড়া লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় ৩ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।
শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহমেদ বাংলানিউজকে জানান, স্বাভাবিক সময়ে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটে ফেরি দিয়ে পৌঁছাতে সময় লাগে ১ ঘণ্টা ১০ মিনিটের মতো। কিন্তু বর্তমানে ২ ঘণ্টার বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে।
বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ নাসির জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে। বর্তমানে শিমুলিয়া ঘাটে ২ শতাধিক যাত্রীবাহী গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।
লৌহজং টার্নিং পয়েন্টে চ্যানেল সরু হওয়ায় বেশি সময় নিয়ে ফেরি চলাচল করছে। এ পয়েন্টে দু’টি ফেরি একসঙ্গে চলাচল করতে পারে না। নাব্যতা সংকট নিরসন না হওয়া পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হবে না বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এসএইচ