বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদের মামা মোস্তফা বলেন, তাদের বাড়ি ভোলার সদর থানায়।
এ সময় আসমানি পরিবহনের একটি বাস রাশেদকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, রাজধানীর মগবাজারে ভারি মেশিনের নিচে চাপা পড়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত জাহাঙ্গীরের মামাতো ভাই কবির হোসেন বলেন, তাদের বাড়ি শরীয়তপুরের সখিপুরে। জাহাঙ্গীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় থেকে শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে মগবাজারের একটি সিএনজি পাম্পের ট্রাক থেকে বয়লার মেশিন নামানোর পরে রাস্তা দিয়ে ঠেলে নিয়ে যাওয়ার সময় তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন জাহাঙ্গীর। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এজেডএস/আরআইএস/