স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সাল পর্যন্ত ঢাকা-কলাপাড়া নৌরুটে দোতলা লঞ্চ সার্ভিস চালু ছিল। নানা কারণে লঞ্চ সার্ভিস বন্ধ হওয়ায় ওই নৌরুটে দীর্ঘ ১৩ বছর পর শুক্রবার (০৬ সেপ্টেম্বর) এমভি রয়েল ক্রজ-২ নামে একটি দোতলা লঞ্চ ঢাকা থেকে যাত্রী নিয়ে খেপুপাড়া লঞ্চ ঘাটে এসে নোঙর করে।
স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, দোতলা লঞ্চ চালু হওয়ায় আমাদের ব্যবসায়িক মালামাল অল্প খরচে এবং নির্বিঘ্নে কলাপাড়ায় নিয়ে আসা যাবে।
খেপুপাড়া লঞ্চঘাট ইনচার্জ মাহফুজুল হক তানবীর বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত একটি লঞ্চ চলাচলের অনুমতি পেয়েছি। লঞ্চটি একদিন পর একদিন খেপুপাড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। কিছুদিন পর আরও বেশ কয়েকটি লঞ্চ কলাপাড়ার উদ্দেশে আসার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানায়, লঞ্চ সার্ভিস চালু হওয়ায় কলাপাড়ার স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং ভ্রমণ পিপাসু পর্যটকরা কুয়াকাটায় নিরাপদ ভ্রমণ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এনটি